গিনেস বুকের হরেক রেকর্ড

ডুবে ডুবে জল খাওয়ার কথা শুনেছেন অনেকেই; কিন্তু ডুবে ডুবে বিয়ের কথা কে কবে শুনেছে?

ভাবতে অবাক লাগলেও এমন কাজটিই করেছেন এক পোলিশ প্রেমিক জুটি। পানির নিচে বিয়ে করে গিনেস বুকে নাম লিখিয়ে নিয়েছেন পোল্যান্ডেরই নাগরিক ইওয়া স্টারনস্কা ও পাওয়েল বারকৌশি। অতল গভীরে পানিকে সাক্ষী রেখে বিয়ের কাজটি সেরেছেন তারা। ২৭ আগস্ট ২০১১ সালে পানির নিচে বিয়ে করে এ দম্পতি বিশ্ব রেকর্ড গড়েন।

৩০৩ জন ডুবুরি অতিথির উপস্থিতিতে বিয়ের কার্য সম্পাদন করা হয়। এই অদ্ভুত বিয়েটিকে গিনেস ওয়ার্ল্ড বুক স্বীকৃতি দেয় পানির সবচেয়ে গভীরে বিয়ে হিসেবে।