চট্টগ্রাম:কাজের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশের ৩৮ সদস্যকে পুরস্কৃত করেছে নগর পুলিশ কর্তৃপক্ষ।
বুধবার নগর পুলিশের মাসিক অপরাধ সভায় একজন উপ-কমিশনার ও দুইজন সহকারী কমিশনারসহ ৩৮ পুলিশ সদস্যের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন কমিশনার মো. ইকবাল বাহার।
এপ্রিল মাসে ভালো অর্জনের জন্য নগরীর শ্রেষ্ঠ থানার পুরস্কার পেয়েছে চান্দগাঁও থানা ও শ্রেষ্ঠ জোন হয়েছে উত্তর জোন।
এপ্রিল মাসে চট্টগ্রাম নগরীতে কাজের জন্য সেরা কর্মকর্তার পুরস্কার পেয়েছেন সিএমপি’র উত্তর জোনের উপ-কমিশনার পরিতোষ ঘোষ, পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন ও সেরা ওসি’র পুরস্কার পেয়েছেন চান্দগাঁও থানার ওসি মো. শাহজাহান কবির। এছাড়া গোয়েন্দা পুলিশের উত্তর জোনের সহকারী কমিশনার তাহমিনা তাকিয়াসহ ট্রাফিক, গোয়েন্দা, সিটি এসবি’র পরিদর্শক, এসআই, এএসআই, টিএসআই, সার্জেন্ট ও কনস্টেবলসহ মোট ৩৮ জনকে বিভিন্ন ক্যাটাগারিতে পুরস্কার দেওয়া হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য জানান, অস্ত্র ও মাদক উদ্ধার, মামলা তদারকি, নিষ্পত্তিসহ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে প্রতিমাসেই এই পুরস্কার দেওয়া হবে।