খাগড়াছড়ি থেকে অপহৃত তরুণী চট্টগ্রামে উদ্ধার

ctgচট্টগ্রাম: খাগড়াছড়ি থেকে অপহরণের ১৭ দিন পর নুরুন নাহার (২০) নামের অপহƒত এক তরুণীকে উদ্ধার করেছে র‌্যাব-৭। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযানে অপহরণকারী জালাল উদ্দিনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

নুরুন নাহার খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) আমিরুল্লা জানান, গত ১ মে খাগড়াছড়ি সদর থেকে কলেজ ছাত্রী নুরুন নাহারকে অপহরণ করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ওই তরুণীর মা। এরপর প্রযুক্তি ব্যবহার করে পতেঙ্গায় অভিযান চালিয়ে নুরুন নাহারকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত অপহরণকারী জালালউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।