সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিএনপি-জামায়াত এখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে

প্রকাশিতঃ ১৮ মে ২০১৬ | ৩:১৯ অপরাহ্ন

PM Hasina Briefingsঢাকা: বিএনপি-জামায়াতে ইসলামী জোট এখন ইসলাম ধর্মের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী বলেন, চক্রান্তকারী, খুনি, ষড়যন্ত্রকারী- আজকে তারা বাংলাদেশের বিরুদ্ধে। এমনকি আমি বলব, ইসলাম ধর্মের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিয়েছে। কাদের সাথে হাত মিলাচ্ছে? শুধু আমাকে সরানোর জন্য তারা এতো দূর গেছে।

দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ফিলিস্তিনি নারী-শিশু হত্যার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন,“যারা অন্তঃসত্ত্বা নারীদের পর্যন্ত হত্যা করল, হাজার হাজার শিশুদের হত্যা করল…ভবিষ্যতে এই শিশু যেন তাদের অধিকার নিয়ে লড়াই করতে না পারে।

“যারা এই ভাবে খুন করল, আর তাদের সাথে হাত মিলাচ্ছে, সরকার উৎখাত করার জন্য, ক্ষমতা থেকে হটানোর জন্য।”

বাংলাদেশে সাম্প্রতিক গুপ্তহত্যার বিষয়ে শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। আজ পর্যন্ত জাতির কাছে ক্ষমাও চাননি। এখন গুপ্ত হত্যায় নেমে গেছে।

জামায়াত নেতাদের মন্ত্রিসভার সদস্য করায় বিএনপি নেতৃত্বকেও বিচারের মুখোমুখি হতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা ওই পতাকা যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছে, তাদেরও বিচার হবে বাংলাদেশে। কারণ তারা সমান দোষে দোষী। তারা আবার মুখ উঁচু করে কথা বলে কীভাবে? জাতির ঘৃণা তাদের ওপর হওয়া উচিত। আমি তো দেশবাসীকে বলব,অন্তত যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদের ঘৃণা যেন এরা উপলব্ধি করতে পারে।