১/১১ সম্পর্কে শেখ হাসিনা আগেই সব জানতেন : এমাজউদ্দীন

আলোচিত সমালোচিত ওয়ান-ইলেভেন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, সে সময় পরিকল্পিতভাবে জরুরি অবস্থা সৃষ্টি করা হয়েছিল। এ পরিকল্পনার সব কথা ‘শেখ হাসিনা’ জানেন। অথচ কেউ তাদের বিচারের কথা বলেন না। তবে এক সময় তাদের বিচার হবেই।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘ষড়যন্ত্র ও ওয়ান-ইলেভেনের সরকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

এমাজউদ্দীন আহমদ বলেন, ২০০৭ সালের ১১ জানুয়ারি মঈন-ফখরুদ্দিন কীভাবে ক্ষমতায় এসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব জানেন। এছাড়া ওই ঘটনা রাজনীতির ওপর হস্তক্ষেপ ছিল না, সেটা ছিল সাময়িক অভ্যুত্থান। কারণ ওই সরকারের কে কে উপদেষ্টা হবেন সে তালিকা আগে থেকেই তৈরি ছিল।

তিনি বলেন, বর্তমান মঈন-ফখরুদ্দিনের পথেই রাজনীতি চলছে। রাজনীতিতে এটা সুষ্ঠুতার পথ নয়। আর সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে না আসলে গণতন্ত্র আসবে না।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।