চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেফতার

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছোরাসহ দুই ছিনতাইকারীতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর (সিআরবি) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রমজান আলী (১৮) ও মোঃ রুবেল (১৮)। তারা নগরীর খুলশী থানার ঝাউতলা আমবাগান এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মহানগর পুলিশের সিআরবি ফাঁড়ির ইনচার্জ এসআই রুহুল আমীন জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে সিআরবি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি ছিনতাইয়ের মামলা আছে।