চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডের শীতলপুর এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শীতলপুরের চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মালেক (৩৩) সীতাকুন্ডের শীলতপুরে ‘আযবাহ্ মিনারেল ওয়াটার’ নামে একটি ওয়াটার পিউরিফায়ার কারখানায় কর্মরত ছিলেন। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ থানার ছিদ্দিক পাটোয়ারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে কারখানার কাজ শেষ করে বাসায় ফিরেছিলেন মালেক। পরে ওই কারখানার ম্যানেজার ও আরও কয়েকজন এসে তাকে ডেকে কারখানায় নিয়ে যায়। এরপর মোবাইল ফোন চুরির অভিযোগে কারখানার একটি কক্ষে শিকল দিয়ে বেঁধে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে মালেকের মৃত্যু হলে তার লাশ রাস্তায় ফেলে দেওয়া হয়।
সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, মোবাইল ফোন চুরির অভিযোগে মালেককে ম্যানেজার ও তার লোকজন মারধর করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সকালে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।