মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

আদালতে যাবেন না খালেদা

প্রকাশিতঃ ৮ জানুয়ারী ২০১৭ | ৭:৩১ অপরাহ্ন

নির্দেশনা থাকা সত্ত্বেও সোমবার নিম্ন আদালতে হাজির হবেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ৯টিসহ মোট ১০টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৯ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

আদালত আদেশে বলেন, ৯ জানুয়ারি খালেদাকে আদালতে উপস্থিত হতে হবে। যদি তিনি উপস্থিত না হন তাহলে তার জামিন বাতিল করা হবে।

রোববার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজির হবেন না। রাষ্ট্রদ্রোহ মামলায় বৈধতা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে একটি রিট পিটিশন করেছি। তা শুনানির অপেক্ষায় রয়েছে। তাই আমরা আদালতে সময়ের আবেদন দাখিল করবো। অপরদিকে নাশকতার ৯ মামলায়ও সময়ের আবেদন দাখিল করবো।

খালেদার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে- দারুস সালাম থানার নাশতার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনে একটি মামলা।