রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কান উৎসবে ‘আয়নাবাজি’

প্রকাশিতঃ ১৭ মে ২০১৬ | ৮:৫০ অপরাহ্ন

aynaঢাকা: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে ‘আয়নাবাজি’ নিয়ে যোগ দিয়েছেন পরিচালক অমিতাভ রেজা, প্রযোজক জিয়াউদ্দিন আদিল ও গাউসুল আলম শাওন। আজ মঙ্গলবার ১৭ মে মার্কোদা ফিল্মের গ্রে থ্রি হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

‘আয়নাবাজি’ ইতোমধ্যেই কান থেকে কানাডা, ইরান ও কায়রো চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রিত হয়েছে।

পরিচালক অমিতাভ রেজা বলেন,‘চলচ্চিত্র নির্মাণ একটি দলবদ্ধ উদ্যোগ এবং আগত দর্শকদের ভালোলাগা দেখে বলতেই পারি, আমাদের দলটি অসাধারণ কাজ করেছে।’

টপ অফ মাইন্ড এর সিইও এবং চলচ্চিত্রটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেন, ‘চলচ্চিত্রটি সকল দর্শকদের ভীষণ ভালোবাসায় বরণ করে নিয়েছে। যার ছাপ দেখতে পাচ্ছি প্রদোর্শনে আশা বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের চেহারায়। এটি একেবারেই ভিন্নধর্মী এবং প্রাণবন্ত চলচ্চিত্র।’

আয়নবাজিতেঅভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওনসহ আরও অনেকে।

চলচিচ্চত্রটির মুল ভাবনা গাওসুল আলম শাওনের। চিত্রনাট্যও তিনি রচনা করেছেন অনম বিশ্বাসের সঙ্গে যৌথভাবে। নির্বাহী প্রযোজক ছিলেন এশা ইউসুফ। ‘আয়নাবাজি’ পরিচালনা করেছেন পরিচালনা করেছেন অমিতাভ রেজা।