চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন থেকে সন্তোষ কুমার বড়–য়া নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কদলপুর মাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সন্তোষ কুমার বড়–য়ার বাড়ি রাউজান উপজেলার বনাজুরি এলাকায়।
রাউজার থানার ওসি কেফায়েত উল্লাহ জানান, কদলপুর মাজার এলাকা থেকে সন্তোষ কুমার বড়–য়া নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত তরে দেখা হচ্ছে।