রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

| প্রকাশিতঃ ১৭ মে ২০১৬ | ১০:৫৬ পূর্বাহ্ন

ctgচট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোশাররফ হোসেন (২৪) এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মিঠাছড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ মিরসরাই উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।

জানা গেছে, সোমবার দিবাগত রাতে মোটরসাইকেল চালিয়ে কাটাছড়া ইউনিয়নে নিজের বাড়িতে ফিরছিলেন মোশাররফ। পথিমধ্যে মিঠাছড়া বাইপাস এলাকায় দ্রুতগামী একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে যায়। ঘাতক গাড়িটিকে সনাক্ত করা যায়নি।