চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর সড়কে পোশাক শ্রমিক জাফর মিয়াকে (৩০) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ইয়ংওয়ান গার্মেন্টস ফ্যাক্টরির সুপারভাইজার মোহাম্মদ জিয়া (৩৫) ও সিএনজি অটোরিকশা চালক মোঃ জাকির (৩৮) ও মোমিনুল (৪০)। চট্টগ্রামের রাউজানের বাসিন্দা নিহত জাফর নগরীর মাইলের মাথা এলাকায় মেসে থাকতেন।
পুলিশ সূত্র জানায়, গত ১১ মে সকালে বিমানবন্দর সড়কে পোশাক শ্রমিক জাফর মিয়ার লাশ উদ্ধার করা হয়। এরপর জাফরের ফোন নম্বরের কললিস্ট বের করে জিয়ার সঙ্গে তার শেষ কথোপকথনের বিষয়টি জানতে পারে পুলিশ। সেই সূত্র ধরে সোমবার রাতে নগরীর বড়পুল এলাকা থেকে জিয়াকে গ্রেফতার করা হয়। তার তথ্য অনুযায়ী অন্য দুইজনকে গ্রেফতার করা হয়।
পতেঙ্গা থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছে, সহকর্মী জিয়াকে ১৫ হাজার টাকা সুদে ১ লাখ টাকা দিয়েছিলেন জাফর। সুদে দেওয়া এসব টাকা ফেরত চাওয়ায় ১০ মে রাতে বিমানবন্দর সড়কে চলন্ত অটোরিকশায় জাফরকে গলাটিপে হত্যা করে জিয়া ও তার সহযোগিরা। এরপর বিমানবন্দর সড়কের কর্ণফুলী নদীর তীরে লাশ ফেলে পালিয়ে যায় তারা।