লোহাগাড়া (চট্টগ্রাম) : ধর্মব্যবসায়ী, সাম্প্রদায়িক উসকানি সৃষ্টিকারী, বিতর্কিত সেই রকি বড়ুয়ার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে চট্টগ্রামের লোহাগাড়ার মানুষ।
শনিববার বিকেলে শত শত মানুষ রকি বড়ুয়া ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
এর আগে ‘সাঈদীর মুক্তির জন্য বৈঠক, সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া কে এই রকি বড়ুয়া?’ শিরোনামে একুশে পত্রিকায় বৃহস্পতিবার (৭ মে) রাতে একটি দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর লোহাগাড়া-সাতকানিয়া অঞ্চলের অসংখ্য সাধারণ মানুষ, রাজনীতিবিদ, সংসদ সদস্য এমনকি প্রশাসনের পক্ষ থেকেও একুশে পত্রিকার সাথে যোগাযোগ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি এই সংবাদ প্রকাশিত হওয়ার পর রকি বড়ুয়ার নানামুখী অত্যাচারে এতদিনের চাপা অসন্তোষের বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণের অংশ আজকের এই মানববন্ধন।
শনিবার (৯ মে) বিকেলে সাড়ে ৩টায় লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় নয়াবাজার এলাকায় আয়োজিত এই মানববন্ধনে নারী-পুরুষ নির্বিশেষে ৬শ’ থেকে ৭শ’ মানুষের সমাগম ঘটে। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ, কওমী ওলামা পরিষদসহ বিভিন্ন সংগঠন এতে একাত্মতা প্রকাশ করে।
যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কারান্তরীণ দেলোয়ার হোসেন সাঈদীর মুুক্তির জন্য সাঈদীপুত্র মাসুদ সাঈদী ও সাঈদী অনুসারী বিতর্কিত ইসলামী বক্তা তারেক মনোয়ারের সাথে রুদ্ধদ্বার বৈঠক এবং ধর্মীয় সংঘাত ও অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিজ এলাকার বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাঙচুরের দায়ে রকি বড়ুয়ার গ্রেফতার ও শাস্তির দাবি জানান সমাবেশে বক্তারা।
মানববন্ধনে রকি বড়ুয়াকে ভণ্ড, প্রতারক, ধর্মব্যবসায়ী, সাম্প্রদায়িক উসকানিদাতা, চাঁদাবাজ উল্লেখ করে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করা হয়।