রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

নিম্নমানের ৩০ হাজার মশার কয়েল জব্দ

| প্রকাশিতঃ ১৬ মে ২০১৬ | ৯:৪০ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আরাকান সড়কের বাদুরতলা এলাকায় জে কে এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার নিম্নমানের মশার কয়েল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

তিনি জানান, সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জে কে এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানটির মশার কয়েল উৎপাদনের অনুমোদন থাকলেও তারা নিম্নমানের ক্ষতিকর উপাদান দিয়ে কয়েল উৎপাদন করছিল। এসব কয়েলের বিএসটিআই’র অনুমোদন নেই। এ সময় ৩০ হাজার কয়েল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।