চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা গ্রামে অভিযান চালিয়ে বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক ও বিএনপি নেতা লিয়াকত আলীর বাবা দুদু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাড়ি থেকে দুটি এলজি অস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। এছাড়া সোমবার বিকেল ৫টার দিকে বসত ভিটে রক্ষা কমিটি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে ওই এলাকার শামশুল আলম (৫০) ও জাহাঙ্গীর আলম (২৬) নামে ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে ৩০-৪০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে গত শনিবার থেকে বাঁশখালী থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে গন্ডামারা এলাকায় টহলে যায় ৩ শতাধিক পুলিশ সদস্য। পুলিশের উপস্থিতিতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বিরোধী আন্দোলনের সংগঠন বসত ভিটা রক্ষা কমিটির সভাপতি বিএনপি নেতা লেয়াকত আলী গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ বিকাল ৫ টার দিকে লেয়াকতের বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে না পেয়ে তার বাবা হাজী দুধু মিয়াকে আটক করে। অভিযানে লেয়াকতের বাড়ী তল্লাশী চালিয়ে ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়লা বিদ্যুৎ বিরোধী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের পথরোধ করে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০-৪০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেছে। পুলিশের ছোঁড়া গুলিতে স্থানীয় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। গন্ডামারা এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবীবুর রহমান বলেন, সোমবার বিকেলে লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে সেখানে তল্লাশি করা হয়। এসময় দুটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড গুলি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য লিয়াকতের বাবাকে আটক করা হয়েছে।