চট্টগ্রাম : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় চট্টগ্রামে নির্মিতব্য ফিল্ড হাসপাতালে জন্য ১২ টি মেডিকেল বেড নিয়ে এগিয়ে এলো দক্ষিণ মাদার্শা অতীশ দীপঙ্কর সোসাইটি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রামে ফৌজদারহাটের সলিমপুরে গড়ে উঠছে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল।
আর এই হাসপাতালের জন্য ড. বসুমিত্র বড়ুয়ার সার্বিক সহযোগিতায় ১২ টি আধুনিক মেডিকেল বেড হস্তান্তর করেন হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের অতীশ দীপঙ্কর সোসাইটি।
হাটহাজারী উপজেলার চেয়ারম্যান এম এ রাশেদের উপস্থিতিতে ফিল্ড হাসপাতালের সিও বিদ্যুৎ বড়ুয়ার কাছে বেড হস্তান্তর করেন দক্ষিণ মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুপাল বংশ ভিক্ষু, এই সময় উপস্থিত ছিলেন পলাশ বড়ুয়া, আমিনুল ইসলাম মুন্না, সংগঠনের সদস্য মিন্টু বড়ুয়া, মিন্টুন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, হিরু বড়ুয়া,রাজীব, সৌরভ, সুজন, সনেট, দূর্জয়, অনিক, সজয়।