রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চট্টগ্রামে ওয়াগন ও বাসের সংঘর্ষ : ২ নারী নিহত, আহত ৪

| প্রকাশিতঃ ১৬ মে ২০১৬ | ১২:৩০ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: নগরীর ষোলশহর রেল ক্রসিংয়ে বিদ্যুৎকেন্দ্রের তেলবাহী ওয়াগনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারী নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আরো প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার বেলা ১১টার দিকে বেবি সুপার মার্কেট সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আরিফা (৪০) ও সমবয়সী অজ্ঞাত আরেক নারী। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, একটি তেলবাহী ওয়াগন বন্দর থেকে হাটহাজারী যাচ্ছিল। একই সময়ে একটি বিআরটিসি বাস অক্সিজেন থেকে শহরের দিকে আসছিল।২ নম্বর গেট এলাকায় হাটহাজারীর বিদ্যুৎ কেন্দ্রগামী ফার্নেস তেলবাহী ওয়াগনটির সঙ্গে যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা মিয়া জাহানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। এ কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রতিবেদন জমা দেবে।