সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফারজানা করিমের ‘জলে ভাসা পদ্য’র মোড়ক উম্মোচন

প্রকাশিতঃ ২৪ ফেব্রুয়ারী ২০২০ | ৬:৫২ অপরাহ্ন

 

চট্টগ্রাম : আবৃত্তিশিল্পী, জনপ্রিয় সংবাদ পাঠিকা ও লেখিকা ফারজানা করিমের নতুন কবিতা গ্রন্থ “জলে ভাসা পদ্য”-এর মোড়ক উম্মোচন অনুষ্ঠান অমর একুশে বইমেলা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের সচিব অধ্যাপক আলেক্স আলীম, মালা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল আলম খান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবদুল্লাহ আল মামুন,কামরুদ্দিন বিটু প্রমুখ।

প্রতিশ্রুতিশীল লেখিকা ফারজানা করিমের নতুন কবিতা গ্রন্থ “জলে ভাসা পদ্য” ঢাকা-চট্টগ্রামের বইমেলায় ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও গত বছরের একুশে বইমেলার পর প্রকাশিত শিশুতোষ গ্রন্থ “আমি এক জাদুকর” দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হয়েছে।

লেখিকা ফারজানা করিমের এই পর্যন্ত তেরটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ভালোবাসার আড়ালে, মেঘের দেশে মেঘবতী, চার দেয়ালের কাব্য, পাখি পৃথিবী, রুদ্ধিলার চিঠি, নির্বাচিত কবিতা, শেষ বিকালের আলো ও মী।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি