চট্টগ্রাম : সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে জনমনে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি মুহাম্মদ মামুন চৌধুরী অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী সৎ ও স্বচ্ছ চরিত্রের মানুষ হিসেবে নিজের অনতিদীর্ঘ জীবনে চলার পথে নানা ঘাত-প্রতিঘাত, সফলতা-ব্যর্থতা, সুখ-দুঃখ, হাসি-কান্নার যে অনুভব ও অভিজ্ঞতা দিনে দিনে তাঁর হৃদয়ে সঞ্চয় করেছেন, ‘বিপ্লবই আমার জীবন’ গ্রন্থে সংকলিত লেখাগুলো তারই লেখ্য রূপ।
মানুষকে ভয়হীন জীবনের সফলতার স্বপ্ন দেখাতে উদ্বুদ্ধ করাই তাঁর নিরলস প্রচেষ্টা। সেই সঙ্গে দিতে চেয়েছেন একটা সৎ, সুন্দর মনের মানুষ হিসেবে বেঁচে থাকার দিক নির্দেশনা। বইটির প্রতিটি অধ্যায়ের উপাদান আমাদের চারপাশ থেকে নেয়া। তরুণ লেখক ও শিল্পোদ্যোক্তা (ফ্যাশন আর্ট-এর স্বত্বাধিকারী) মুহাম্মদ মামুন চৌধুরীর প্রথম গ্রন্থ ‘বিপ্লবই আমার জীবন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
রোববার সন্ধ্যায় নগরের আউটার স্টেডিয়ামে চলমান অমর একুশে বইমেলা মঞ্চে প্রকাশনী সংস্থা শব্দাঞ্জলির সম্পাদনা উপদেষ্টা লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বঙ্গবন্ধু চেয়ার ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. মুসতাসীর মামুন।
আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট মিলি চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কবি সাথী দাশ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, দৈনিক পূর্বকোণের সাহিত্য সম্পাদক কবি এজাজ ইউসুফী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম (আলেক্স আলীম), চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা প্রফেসর সুমন বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, অ্যাডভোকেট আনোয়ার হোসেন ঝিন্টু, হাটহাজারীর ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. জসিম, হাশেম তালুকদার, অ্যাডভোকেট সালাহ উদ্দিন, আবুল কাশেম, কামরুল ইসলাম ইকবাল, ইয়াহিয়া, সাইফুল হাকিম, সাইফুল্লাহ, লেখককন্যা মায়শা মৃত্তিকা প্রমুখ। অনুষ্ঠানে লেখক মুহাম্মদ মামুন চৌধুরী তাঁর অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, বইটিতে কীভাবে সমাজের মানুষের নৈতিক অবক্ষয় ঘটে, রাজনীতির দৌরাত্ম, অর্থনীতির বিরূপ প্রভাব, স্বার্থান্বেষীরা কীভাবে তাদের নিজের প্রয়োজনে ধর্মের অপব্যবহার করছে এসব নিয়ে সর্বমোট ৯০টি মুক্তচিন্তার গদ্য, পদ্য সুবিন্যস্ত হয়েছে। বইটির ভূমিকায় বরেণ্য বুদ্ধিজীবী ও সাংবাদিক আবেদ খান লিখেছেন, মানুষের জীবন যাপন ও চারপাশের মানুষজন এবং পরিবেশ-প্রতিবেশের সঙ্গে তাঁর সম্পর্ক-এগুলো হতে পারে সৎ সাহিত্যের একটা বড় মাপকাঠি। শুধুমাত্র কল্পনানির্ভর বিষয়বস্তু দিয়ে সৎ সাহিত্য হয় না। সেদিককার বিচারে ‘বিপ্লবই আমার জীবন’ গ্রন্থে অন্তর্ভুক্ত মুহাম্মদ মামুন চৌধুরীর লেখাগুলোকে নির্ভেজাল, সৎ সাহিত্যের প্রতিভু বলা চলে। সমাজের নানা অসংগতি, কুসংস্কার, ভণ্ডামী-অনিয়মের বিরুদ্ধে তাঁর ভাষাশৈলীতে প্রতিবাদী হয়েছেন লেখক। একজন সৎ, স্বচ্ছ চরিত্রের সংবেদনশীল ও প্রগতিবাদী এই তরুণ তুর্কীর লেখাগুলো সুখপাঠ্য, এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো। যাঁরা এ বই পড়বেন, তাঁদের অন্তর্জগত এক সৌম্য স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। হৃদয় আত্মা উন্নীত হবে এক উন্নততর স্তরে, এ কথা নির্দ্বিধায় বলা যায়।
বিপ্লবই আমার জীবন’ গ্রন্থের প্রকাশক প্রকাশনা সংস্থা শব্দাঞ্জলি’র স্বত্ত্বাধিকারী শাহীন শওকত তাহা। বইটি অমর একুশে বই মেলায় ‘সময়ের জানালা’ স্টল : ৮৮, (ঢাকা), ‘আপন আলো’ স্টল : ৯৪ (চট্টগ্রাম) পাওয়া যাচ্ছে। মূল্য : ২০০ টাকা।