রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

অননুমোদিত ফ্লোর ভেঙে দিয়েছে সিডিএ

| প্রকাশিতঃ ১৫ মে ২০১৬ | ২:০০ অপরাহ্ন

CDAচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে হেলে পড়া ভবনের অননুমোদিত একটি ফ্লোর ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। রোববার বেলা একটার দিকে চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়ায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।

সিডিএ সূত্র জানায়, পশ্চিম ফরিদাপাড়ার তালতলের শফি ভবনটি সম্প্রতি পাশের ভবনের ওপর হেলে পড়ে। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সিডিএ। তদন্তে পাঁচতলার অনুমোদন নিয়ে ছয়তলা করার বিষয়টি ধরা পড়ে। এরপর ভবন মালিককে বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। তবে চার মাসেও না ভাঙায় ফ্লোরটি ভেঙে দেয় সিডিএ।

অভিযানে অংশ নেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার আনোয়ার হোসেন, তানজীব হোসেন ও মহানগর পুলিশের একটি দল।