কিউবার প্রাক্তন নেতা ফিদেল কাস্ত্রো মারা গেছেন।
বাংলাদেশ সময় শনিবার সকালে ৯০ বছর বয়সে তিনি মারা যান বলে কিউবার রাষ্ট্রীয় টিভির এক ঘোষণায় বলা হয়েছে।
তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলা হয়নি।
ফিদেল কাস্ত্রো প্রায় ৫০ বছর এক দলীয় রাষ্ট্র হিসেবে কিউবা শাসন করেন। এরপর ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে সরে পড়েন।
‘কিউবাকে জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন’ এমন একজন নেতা হিসেবে কাস্ত্রোর প্রশংসা করতেন তার সমর্থকরা। তবে তার বিরোধীরা ‘কঠোরভাবে বিরোধীদের দমনের অভিযোগ’ এনেছেন তার বিরুদ্ধে।