বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পাক সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

প্রকাশিতঃ ২৫ নভেম্বর ২০১৬ | ১২:৩২ অপরাহ্ন

pakistan-iran-armyজম্মু ও কাশ্মীরের সীমান্তরেখায় (লাইন অব কন্ট্রোলে) পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ সময় দুই সন্ত্রাসীও নিহত হয়।

আজ শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের বান্দিপুর সেক্টরে এ ঘটনা ঘটে। পরে ওই এলাকা ঘেরাও করে চিরুনি অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

গত শনিবার কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকাপুরাতে ভারতীয় বাহিনীর অভিযানে একজন এবং মঙ্গলবার বান্দিপুরের হাজিন গ্রামে দু’জন সন্ত্রাসী নিহত হয়।

এরপর জম্মু ও কাশ্মীরের মাচিল সেক্টরে পাকিস্তানি বাহিনীর গোলায় তিন ভারতীয় সেনা সদস্য নিহত হয়।

ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড টুইটারে দাবি করে, তিনজনের মধ্যে এক সেনা সদস্যকে শিরশ্ছেদ করে হত্যা করে পাকিস্তানিরা।