রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

টঙ্গীতে ২ যুবককে কুপিয়ে হত্যা

| প্রকাশিতঃ ১৫ মে ২০১৬ | ৫:০০ পূর্বাহ্ন

murderগাজীপুর: গাজীপুরের টঙ্গীতে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে টঙ্গীর সাত্তারনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. শরিফুল ইসলাম শরিফ (৩২) ও জুম্মন মিয়া (২৪)। তাদের বাড়ি এরশাদনগর এলাকায়।

টঙ্গী থানার এসআই জহিরুল ইসলাম জানান, রোববার সকালে সাত্তারনগর এলাকার একটি ডোবায় তাদের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. বাদল মিয়া। সকাল সাড়ে ৮টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

‘শনিবার রাতের কোনো এক সময় তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।’ বলেন এসআই জহিরুল ইসলাম।