বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চীনে নির্মাণ দুর্ঘটনায় নিহত ৪০

প্রকাশিতঃ ২৪ নভেম্বর ২০১৬ | ২:২০ অপরাহ্ন

chinaচীনের জিয়াংজি প্রদেশে একটি বিদ্যুৎকেন্দ্রে নির্মাণাধীন কুলিং টাওয়ার ধসে অন্তত ৪০ জনের মৃত‌্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফেংচেং বিদ্যুৎকেন্দ্রে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এখনও অজ্ঞাতসংখ‌্যক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় নিহতের সংখ‌্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাঁচজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গত তিন দশকে অত‌্যন্ত দ্রুততায় অর্থনৈতিক সমৃদ্ধি পাওয়া চীনে শিল্পক্ষেত্রে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায় যথাযথ নিরাপত্তা ব‌্যবস্থা না নেওয়ার কারণে। গতবছর বন্দরনগরী তিয়ানজিনে একটি রাসায়নিকের গুদামে বিস্ফোরণে ১৭০ জনের মৃত‌্যু হয়।

গত আগস্টে হুবেই প্রদেশে একটি বিদ্যুৎকেন্দ্রের পাইপলাইনে বিস্ফোরণে নিহত হন ২১ জন।