সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘নগদ’র মাধ্যমে আসবে সরকারি যত ভাতা-বৃত্তি-সাহায্য

প্রকাশিতঃ ৫ জানুয়ারী ২০২০ | ১০:২৪ অপরাহ্ন

 

ঢাকা : সরকারের সমস্ত ভাতা, বৃত্তি ও সরকারি সাহায্য এখন থেকে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে আসবে। রোববার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি অনুশাসন জারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই অনুশাসনটি কার্যকর হওয়ার পর থেকে আর কোনো প্রবীণ মুক্তিযোদ্ধাকে, দুঃস্থ নারীকে, কোমলমতি শিক্ষার্থীকে, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার শিকার কোনো বাংলাদেশিকে তার প্রাপ্য ভাতার জন্য রোদ-ঝড় মাথায় নিয়ে মাইলের পর মাইল রাস্তা পার হয়ে টাকা তুলতে যেতে হবে না। ‘নগদ’-এর মাধ্যমে নিমিষেই যার যার ডিজিটাল অ্যাকাউন্টে চলে আসবে ভাতা।

‘নগদ’ বাংলাদেশ ডাক বিভাগের পরিচালিত মোবাইল ব্যাংকিং সার্ভিস। মোবাইল সংযোগে ইউএসডি কোডের মাধ্যমে এবং ইন্টারনেট সহযোগে অ্যাপের মাধ্যমে মিলছে সেবাটি।

মূলত বিদ্যমান মোবাইল ব্যাংকিং সেবাগুলোর চেয়ে কয়েকগুণ বেশি লেনদেন সীমা এবং ব্যালেন্স সুবিধা অনলাইন নির্ভর শ্রেণিকে বেশ আকর্ষণ করছে। পাশাপাশি সরকারের সংশ্লিষ্টতা ও বেসরকারি ব্যবস্থাপনা এই সেবায় কাছে টানছে শহুরে ও প্রান্তিক নাগরিকদের।

একুশে/এএ