চট্টগ্রাম: দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদকে লাঞ্ছিত করার ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে আজীবন বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগর ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ‘আমরা জননেতা মোছলেম উদ্দিনের বাসায় গিয়ে ক্ষমা চেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতরাও ক্ষমা চেয়েছে। মোছলেম ভাই আমাদের বলেছেন, তিনি ক্ষমা করে দিয়েছেন। কিন্তু এমন ঘৃণ্য কাজের জন্য মোছলেম ভাই ক্ষমা করলেও সংগঠন অভিযুক্তদের ক্ষমা করতে পারে না। এজন্য আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছি।’
তবে অভিযুক্তদের কেউ নগর ছাত্রলীগে কোন পদ-পদবীতে নেই উল্লেখ করে সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘অভিযুক্ত ফরহাদ আলম, স্বর্ণেন্দু বিকাশ ধর, সাগর দাশ এবং মো. ফোরকান এমইএস কলেজের ডিগ্রি-অনার্স শ্রেণির ছাত্র। ছাত্রলীগে তাদের প্রাথমিক সদস্যপদ আছে। তবে তাদের কোন পদবি নেই।’