মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ছাত্রলীগের হাতে আওয়ামী লীগ নেতা লাঞ্চিত

প্রকাশিতঃ ১৯ নভেম্বর ২০১৬ | ৬:১৪ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের লালদীঘি ময়দানে ছাত্রলীগের একদল নেতাকর্মীও হাতে লাঞ্চিত হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। শনিবার নগরীর লালদীঘি ময়দানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের অনুষ্ঠানের শেষে এ ঘটনা ঘটে।

টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের কাছে ভূমি প্রতিমিন্ত্রীর সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সাক্ষাতকার নেয়ার সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের সাথে মোসলেম উদ্দিনের হাতাহাতি-ধাক্কাধাক্কি হয়।

শনিবার দুপুরে লালদিঘী ময়দানে সমবেত হন চট্টগ্রাম মহানগর, উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মী। ভিডিও কনফারেন্স শেষ হয় বেলা দেড় টায়। এ সময় নেতা-কর্মীরা মাঠ থেকে বের হবার প্রাক্কালে মাঠে উপস্থিত টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা আওয়ামী লীগ নেতা ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মতামত নিতে ঘিরে ধরেন।

সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করার সময় সাথে ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিক এম এ সালাম। সাংবাদিকদের সাথে তাদের কথা বলার প্রাক্কালে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ নিজে থেকে টিভি মিডিয়ার সামনে আসেন। এ সময় মোসলেম উদ্দিনও কথা বলেন। এক পর্যায়ে তার পেছন থেকে ছাত্রলীগের এক নেতার সাথে মোসলেম উদ্দিনের ধাক্কা লাগলে হট্টগ্রাল শুরু হয়।

হাতাহাতি-ধাক্কাধাক্কি শুরু হলে আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থল ত্যাগ করলেও আটকা পড়েন মোসলেম উদ্দিন। তার সাথে ছাত্রলীগের একটি অংশের নেতা-কর্মীদের বাক বিতন্ডা চিৎকার শুরু হলে তাকে ‘দালাল’ দুর্নীতিবাজসহ বিভিন্নভাবে ডাকতে থাকেন। ঘটনা যাতে আর না বাড়ে তার জন্য মোসলেম উদ্দিনকে যুবলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতা কর্ডন করে নিয়ে যান। শেষপর্যন্ত সাবেক মন্ত্রী আফসারুল আমিনের গাড়ীতে করে তিনি স্থান ত্যাগ করেন।