সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মওসুম নয়, তবুও জমেছে বিভাগীয় বইমেলা

প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০১৯ | ৮:১৫ অপরাহ্ন


জাহিদ হাসান : এ যেন নতুন যুগের অবতারণা চট্টগ্রাম বিভাগীয় বইমেলায়। বইমেলার কথা উঠলে হতাশা আর গ্লানি ফুটে ওঠতো বইবিক্রেতাদের কাছে। পাঠক নেই-এ কথা যে ঠিক নয় সেটিই যেন প্রমাণিত হলো এবার।

নানা বয়সী পাঠকের উপচে পড়া ভিড় যেমন আছে, তেমনি বিক্রিও হচ্ছে প্রচুর বই-জানিয়েছেন নজরুল ইনস্টিটিউটের স্টলের দোকানি মো. ইলিয়াস। এ স্টলে পাওয়া যাচ্ছে কবি কাজী নজরুলের নজরুল সমগ্র।

শুক্রবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, মোস্তাক আহমেদ থেকে শুরু করে নবীন কবি, লেখক, সাহিত্য-সংস্কৃতিকর্মী আর নানা বয়সী পাঠক-ক্রেতার মুখর পদচারণা বইমেলায়। বিকেল থেকে মেলা প্রাঙ্গণে ছিল প্রচুর দর্শনার্থী সমাগম। মা-বাবার হাত ধরে, শিশুকিশোররাও এসেছে মেলায়। এসেছে তরুণ-তরুণীরাও সবান্ধবে। হাজারো মানুষের প্রাণের মেলায় পরিণত হয় পুরো মেলা প্রাঙ্গণ। ধুম পড়ে প্রিয়জনদের সাথে ফ্রেম বন্দি হওয়ার।

কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুতোষ ভূত-রাক্ষস-দৈত্যের গল্পের বই, ছড়া-কবিতার বই, সায়েন্স ফিকশন, গল্প-উপন্যাস বিক্রি হচ্ছে বেশি। বিক্রি হচ্ছে বঙ্গবন্ধু, ভাষা আন্দোলনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রবন্ধ, অনুবাদ সাহিত্য, উপন্যাসসহ সব ধরনের বই। তবে কিছু পাঠক শুধু পরিচিত ও জনপ্রিয় লেখকদের বই-ই কিনছেন।

ঢাকা ও চট্টগ্রামের ৬৪ প্রকাশকের স্টল রয়েছে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠের এই বইমেলায়। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্র সম্মিলিতভাবে ছয় দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে।

বাংলাদেশ শিশু একাডেমি, আগামী, ভাষাচিত্র, নজরুল ইনস্টিটিউট, অনিন্দ্য প্রকাশনসহ প্রায় সব স্টলেই দেখা গেছে দম ফেলার ফুরসত নেই বিক্রয়কর্মীদের।

মেলা দেখতে আসা নবীন আলো নির্বাহী সম্পাদক মনির হোসেন বলেন, নবীন আলোর প্রথম সংখ্যা সবার মাঝে বিলি করছি। সবার পদচারণায় আজ মেলা জমজমাট হয়ে উঠেছে।

ভাষাচিত্র প্রকাশের স্টলে কথা হয় আরিফ রায়হানের সঙ্গে।তিনি একুশে পত্রিকাকে বলেন, সাদাত হোসেনের অন্দরমহল বই বিক্রি হচ্ছে বেশি। সাদাত হোসেনের অনেক বই আছে আমাদের স্টলে। বেশি বিক্রি হচ্ছে ‘নি:সঙ্গ নক্ষত্র’ বইটি।

চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, আজকের দিনটা আমাদের প্রত্যাশার ছিল। সত্যিকার অর্থে মেলার আয়োজনটা সঠিক সময়ে হয়নি। বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে। অন্যথায় আমরা আরো বেশি সাড়া পেতাম। বইমেলার আরো একদিন বাকি আছে। আশা শেষদিনও জমে উঠবে।

এছাড়াও আজ তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ছিল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য কুইজ প্রতিযোগিতা। ৬ টা থেকে রয়েছে ফেলুদার গোয়েন্দাগিরি।

একুশে/জেএইচ/এটি