রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ছ’দিনব্যাপি বইমেলা শুরু ২৫ নভেম্বর

প্রকাশিতঃ ২৩ নভেম্বর ২০১৯ | ৬:৫৮ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : বইপ্রেমিদের মনের খোরাক জোগাতে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় বইমেলা-২০১৯ শুরু হবে আগামী ২৫ নভেম্বর। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে শুরু হবে এই মেলা । আগামী ২৫-৩০ নভেম্বর শুরু হতে যাওয়া ছ’দিনব্যাপি এই বইমেলায় অংশ গ্রহণ করবে ৬৪টি প্রকাশনা প্রতিষ্ঠান।

শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ তথ্য জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, ঢাকা থেকে আগত ৪৩টি এবং চট্টগ্রামের ২১ টি প্রকাশনা প্রতিষ্ঠান মিলে থাকছে মোট ৬৩ টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিদিন বিকাল ৩ টায় শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলবে এ মেলা। ছ’দিনব্যাপি এ মেলায় সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত থাকবে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা। এছাড়াও দূর-দুরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে গণশৌচাগার। এছাড়াও থাকবে প্রকাশকদের নিজস্ব অভিব্যক্তি প্রকাশকের সুযোগ।

তিনি আরও বলেন, মেলায় আসা দর্শনার্থীদের সার্থে এবং মেলার পরিবেশ সুষ্ঠু, সুশৃঙ্খল রাখতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আগামী ২৫ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া এই মেলায় উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ছাড়াও একুশে পদক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত অনেক গুণীজন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বইমেলা পরিচালনা কমিটির সদস্য ও একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশানা পরিষদের সভাপতি মহিউদ্দিন সরোয়ার নিপু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন আয়োজক কর্তৃপক্ষের সদস্যবৃন্দ।

একুশে/জেএইচ/এটি