চট্টগ্রাম: চট্টগ্রাম সার্কিট হাউসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানাতে গিয়ে হাতাহাতিতে জড়িয়েছে দলের দুটি পক্ষ।
শনিবার সকাল সোয়া ১১টার দিকে সার্কিট হাউজের দোতলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে
এই দুটি পক্ষের নেতৃত্বে আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার। ঘটনার সময় দোতলার একটি কক্ষে অবস্থান করছিলেন ওবায়দুল কাদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সোয়া ১১টার দিকে সার্কিট হাউজের দ্বিতীয় তলায় সাধারণ সম্পাদককে ফুল দিতে জড়ো হয় দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই পক্ষ। এসময় হঠাৎ করে তারা নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হয়।
এসময় মোতাহেরুল ইসলাম চৌধুরী, রাশেদ মনোয়ার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন এবং শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
পটিয়া উপজেলা সভাপতি রাশেদ মনোয়ার বলেন, আমরা সাধারণ সম্পাদককে ফুল দিতে গিয়েছিলাম। ওই সময় আমাদের একজন জুনিয়রকে মোতাহেরুল ইসলামের লোকজন গলা টিপে ধরে। এনিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে।
তিনি বলেন, আমরা এলাকায় সাংগঠনিক কর্মসূচি পালন করতে পারছি না। সেটা নতুন সাধারণ সম্পাদককে বলেছি। উনি কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, তেমন কিছু হয়নি। বড় দলের মধ্যে এগুলো হয়। ফুল তো সবাই দিলাম।
প্রসঙ্গত শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ চট্টগ্রাম বিভাগের ১০ নেতাকে সংবর্ধনা দেয় মহানগর আওয়ামী লীগ। এই অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে আসেন ওবায়দুল কাদের।