চট্টগ্রাম: দুই দিনব্যাপি ৬ষ্ঠ বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আগামীকাল ২২ নভেম্বর (শুক্রবার) থেকে নগরীর সেন্ট প্লাসিডস্ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শুরু হচ্ছে।
আয়োজকরা বলছেন, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে উদ্ভাবনমূলক কাজে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা প্রয়োজন।
দেশীয় সম্পদের সাহায্যে স্বল্পমূল্যে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক আমদানির বিকল্প ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে তরুণ উদ্ভাবকদের সহায়তা ও উৎসাহ প্রদানের মাধ্যমে বিজ্ঞান মনস্ক জাতি গঠনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হচ্ছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান আগামীকাল বিকেল ৩টায় মেলা উদ্বোধন করবেন।
মেলায় থাকবে প্রজেক্ট প্রদর্শনী এবং উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা।
আগামী ২৩ নভেম্বর বিকেল ৫টায় মেলার সমাপনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার প্রধান অতিথি থাকবেন।