চট্টগ্রাম: নগরীর পূর্ব বাকলিয়া এলাকার একটি পলিথিন কারখানা থেকে এক টন দুই’শ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার ভোরে বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান জানান, পূর্ব বাকলিয়া এলাকায় তৌহিদ উদ্দিন আরিফ নামে এক ব্যক্তি মালিকানাধীন পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। ওই কারখানা থেকে একটন দুই‘শ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।