বলিউডের তরুণ তারকা রণবীর কাপুরকে ‘সেরা অভিনেতা’র তকমা দিয়েছেন আমির খান। বলিউডের এ পারফেকশনিস্ট অভিনেতা সম্প্রতি মুক্তি পাওয়া রণবীরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দেখে এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেছেন, ছবিটি এমন যে সবারই দেখা উচিত।
ছবিটিতে ঐশ্বরিয়া ও আনুশকার অভিনয়েরও প্রশংসা করেছেন আমির।
টুইটারে ৫১ বছর বয়সী এ অভিনেতা আরও লিখেছেন, মাত্রই ছবিটি দেখলাম। কী ছবিই না বানিয়েছে!!! অনেক ভালো লেগেছে। ছবিটির মাধ্যমে করণ (করণ জোহর) ছক্কা মেরে দিয়েছে।