রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বুলেট ভর্তি পিস্তলসহ নৌবাহিনীর সদস্য আটক

| প্রকাশিতঃ ১১ মে ২০১৬ | ৩:০৪ পূর্বাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বিদেশি পিস্তল ও গুলিসহ নৌবাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে হালিশহর রামপুরা এলাকায় একটি অটোরিকশা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম উদ্দিন (৩৭) মংলায় নৌবাহিনীর সৈনিক পদে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। তিনি হালিশহর থানার মাদরাইজ্যাপাড়া এলাকার নূর ম্যানশনে বসবাস করেন।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে আকবর শাহ থানার কর্নেল হাট এলাকায় পুলিশের টহল দল একটি অটোরিকশাকে থামার সংকেত দেয়। এরপর চালক না থেমে পালানোর চেষ্টা করে। পরে অটোরিকশাকে ধাওয়া করে হালিশগর থানার রামপুরা এলাকায় আটক করতে সক্ষম হয় আকবর শাহ থানা পুলিশ। বিষয়টি হালিশহর থানাকে অবহিত করা হলে তাদের একটি টহল টিমও ঘটনাস্থলে আসে। এরপর অটোরিকশার যাত্রী জসিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। এরপর জসিম নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়। রাতে নৌবাহিনীর কর্মকর্তারা হালিশহর থানায় এসে তার পরিচয় নিশ্চিত করে।

হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বলেন, নৌবাহিনীর সদস্য জসিম কয়েকদিন আগে ছুটি নিয়ে মংলা থেকে চট্টগ্রামে আসে। ১৯ বছর ধরে তিনি নৌবাহিনীতে কর্মরত আছেন। জাপানে তৈরী অস্ত্রটি বিক্রির জন্য তিনি বহন করছিলেন বলে জানিয়েছেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় মঙ্গলবার রাতে আকবর শাহ থানার এসআই জাকের হোসেন বাদি হয়ে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেছেন।