সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০১৬ | ৫:০৯ অপরাহ্ন

al awamiআওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। সেই সঙ্গে ৩৮ সদস‌্যের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী সদস‌্য ২৮ জন, ১১ সদস‌্যের সংসদীয় বোর্ড, ১৯ সদস‌্যের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডও ঘোষণা হয়।

নির্বাহী সদস্য : আবুল হাসনাত আব্দুল্লাহ, মোঃ মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, নুরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মন্নুজান সুফিয়ান, নুরুল ইসলাম ঠাণ্ডু, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, দীপঙ্কর তালুকদার, বদরুদ্দীন আহমেদ কামরান, আখতারুজ্জামান, এসএম কামাল হোসেন, মির্জা আজম এমপি, নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম, গোলাম কবির রব্বানী চিনু, রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জামান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

উপদেষ্টা পরিষদ : আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, ড. মহিউদ্দিন খান আলমগীর, ব্যারিস্টার শফিক আহমেদ, সতীশ চন্দ্র রায়, এম জমির, ড. অনুপম সেন, ড. হামিদা বানু।

নতুন ঘোষিত সম্পাদক : ফরিদুন্নাহার লাইলী, দেলোয়ার হোসেন, উপ-প্রচার সম্পাদক: আমিনুল ইসলাম।

আগামী ২০১৬-২০১৯ মেয়াদে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য যারা হলেন, তাদের মধ্যে বেশ কিছু নতুন মুখও রয়েছেন।

এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির সভাপতিমণ্ডলীর প্রথম সভায় কার্যনির্বাহী সদস্যদের নাম চূড়ান্ত হয়।

আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল শেষে গত ২৩ অক্টোবর সভাপতিমণ্ডলীর ১৪ সদস‌্যের নাম ঘোষণা করা হয়। দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পদাধিকার বলে এই ফোরামের সদস‌্য। সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী ফোরামের তিন সদস‌্যের নাম এখনও ঘোষণা হয়নি।

সম্মেলনের দুই দিন পর ওবায়দুল কাদের সম্পাদকমণ্ডলীর ২৭ সদস‌্যের মধ‌্যে ২২ জনের নাম ঘোষণা করেন। তাদের মধ‌্যে আটজন সাংগঠনিক সম্পাদকের তালিকায় পুরনোদের সঙ্গে নতুন যোগ হন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম এবং চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব‌্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এছাড়া সম্পাদকমণ্ডলীর যে ১৪ জনের নাম ঘোষণা করা হয় তাদের মধ‌্যে ছয়টি পদে নতুন মুখ দেখা যায়।