রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

লোহাগাড়ায় সিলিন্ডারের ভেতর থেকে ইয়াবা উদ্ধার

| প্রকাশিতঃ ১০ মে ২০১৬ | ২:০৭ অপরাহ্ন

Yabaচট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় একটি কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। এসময় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হোটেল মিডওয়ে থেকে গাড়িটি আটক করা হয়।

গ্রেফতার হওয়া মোহাম্মদ হোসেন (২৫) কক্সবাজারের বড় মহেশখালীর বেইলপাড়ার বাসিন্দা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান জানান, মহেশখালী থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন কারের চালক মোহাম্মদ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে হোটেল মিডওয়ে এলাকায় গাড়িটি আটক করে পুলিশ।

তিনি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে চালক গ্যাস সিল্ডিন্ডারে ইয়াবা রাখার কথা জানান। এরপর সিলিন্ডার কেটে ইয়াবার ছোট ছোট প্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।