রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

শুভেচ্ছা সফরে ফ্রান্স নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে

| প্রকাশিতঃ ১০ মে ২০১৬ | ১:৪০ অপরাহ্ন

navy shipচট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে ছয় দিনের শুভেচ্ছা সফরে এসেছে ফ্রান্স নৌবাহিনীর জাহাজ একোনিট। মঙ্গলবার সকালে জাহাজটি বন্দর জেটিতে ভিড়ে। জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছলে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবীব স্বাগত জানান।

এটি বন্দরে অবস্থানকালে নৌবাহিনীর বিভিন্ন কর্মসূচি ছাড়াও ফ্রান্সের জাহাজের নাবিক ও কর্মকর্তারা বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করার শিডিউল রয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট ও ডিফেন্স এ্যাটাশেসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘স্বাধীনতা’ তাকে অভ্যর্থনা জানায়।

নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুভেচ্ছা সফরে আসা ফ্রান্স নৌবাহিনীর জাহাজটিতে মোট ২০ জন কর্মকর্তা ও ১৪০ জন নাবিক আছেন। ১২৫ মিটার দীর্ঘ জাহাজটির অধিনায়কের দায়িত্বে আছেন ক্যাপ্টেন লরেন্ট ম্যাকার্ড ডি গ্রেমন্ট।

চট্টগ্রামে সফরকালীন সময়ে ফ্রান্সের জাহাজের কর্মকর্তা ও নাবিকেরা বাংলাদেশ নেভাল একাডেমি, শিশুদের স্কুল ‘বিএন আশার আলো’, নৌবাহিনীর সমর কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস’ এবং বানৌজা শহীদ মোয়াজ্জমসহ চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন। এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের চট্টগ্রামে বিভিন্ন প্রকল্পও পরিদর্শন করবেন তারা।

ফ্রান্সের জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে ১৫ মে। ত্যাগের সময় জাহাজটি বানৌজা বঙ্গবন্ধু ও বানৌজা স্বাধীনতার সঙ্গে যৌথ সমুদ্র মহড়ায় অংশ নেবে। এছাড়া চট্টগ্রাম বন্দরে অবস্থানকালে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, নাবিক, স্কাউট সদস্য এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ফ্রান্সের জাহাজটি পরিদর্শন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।