চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অক্সিজেন শহীদনগর এলাকার কসাইপাড়ায় নাসিরের বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, রাউজানের বিভিন্ন এলাকা থেকে গরুগুলো চুরি করে এনে নিজের বাড়িতে রাখে কসাই নাছির। এ নিয়ে ভুক্তভোগীরা রাউজান থানায় অভিযোগও করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কসাই নাসিরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়িতে ১৩টি গরু পাওয়া যায়, যা রাউজান থেকে চুরি করে আনা হয়েছিল।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, কসাই নাসিরের নেতৃত্বে একটি গরু চোর সিণ্ডিকেট আছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া গরুগুলো উদ্ধারের পর রাউজান থানাকে অবহিত করা হয়েছে। প্রকৃত মালিকরা যথাযথ প্রমাণ দিয়ে নিজেদের গরু নিয়ে যেতে পারবেন।
এদিকে চোরাই গরু উদ্ধারের খবর শুনে বায়েজিদ বোস্তামি থানায় হাজির হন রাউজান উপজেলা চেয়ারম্যান এ.কে.এম এহছানুল হায়দার চৌধুরী বাবুল। অভিযানে অংশ নেয়া পুলিশ কর্মকর্তাদের নগদ অর্থ পুরষ্কার দেন তিনি।