রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চট্টগ্রামে অজ্ঞাত লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ১০ মে ২০১৬ | ৯:৪৮ পূর্বাহ্ন

ctgচট্টগ্রাম নগরীতে রাস্তা থেকে অজ্ঞাত এক বক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত গভীর রাতে পাহাড়তলী থানার সিডিএ মার্কেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়ুয়া জানান, রাতে ওই ব্যক্তিকে দ্রুতগামী কোনো গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।