জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাওয়া শিক্ষাকে সম্বল করে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, ৫২’র ভাষা আন্দোলন ও ৭১ এর স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ ও জাতির পিতা শেখ মুজিবর রহমান। আর আমি আমার সেই পিতার কাছে শিক্ষা নিয়েই সব ধরনের কাজ করে যাচ্ছি।
শনিবার দুপুরে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন।
বঙ্গবন্ধুকে হত্যার পর শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টায় আওয়ামী লীগের অবদানের কথা স্বীকার করে দলের সভানেত্রী বলেছেন, ‘আমি গণমানুষের সমর্থনে বাংলাদেশে ফিরে আসি। যার ব্যবস্থা আওয়ামী লীগ করেছিল। অবর্তমানে সভাপতি বানিয়েছিল আমাকে। আমি আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞ; তারাই বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল’।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশ চালাচ্ছি। ২০০৮ সালে দেশের মানুষ আমাদের ভোট দেয়, ২০০৯ সালে সরকার গঠন করার পরে দেশ ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত করেছি। আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে ’৯৬ সালে আমাদের নেওয়া সব কর্মসূচি বিএনপি বন্ধ করে দেয়। আবার শুরু করি।’
তিনি এ সময় জানান, দেশের ৫৫ লাখ ৫০ হাজার লোক ভাতা পাচ্ছে। এমন কি হিজড়া, বেদেদেরও ভাতা প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, কৃষকরা এখন ১০টাকায় ব্যাংক অ্যাকাউন্ট এখন খুলতে পারেন। এছাড়া ভর্তুকি দিয়ে কৃষকদের তাদের কৃষি উপকরণ কিনতে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘সকল ক্ষেত্রেই আমরা উন্নতি বাস্তবায়ন করে যাচ্ছি’।
তিনি আরও বলেন, আমরা মাইক্রো ক্রেডিট চালু করেছি। ডিজিটাল বাংলাদেশ আর এখন স্বপ্ন নয়। টেলিফোন, মোবাইল ফোন এখন আমরা সবার হাতে তুলে দিয়েছি।
তিনি জানান, শান্তিবিলাস তৈরি করে বয়ষ্কদের আশ্রয়স্থান এছাড়া ভূমিহীন গৃহহারাদের ঘর-বাড়ি তৈরি করে সামাজিকভাবে তাদের উন্নয়ন করার ব্যবস্থা করা হচ্ছে।