মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বাগদাদে শিয়াদের লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ৩০

প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০১৬ | ২:৪৩ অপরাহ্ন

iraqইরাকের রাজধানী বাগদাদে শিয়াদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। শহরের উত্তরাঞ্চলে জনাকীর্ণ বাজারের এক তাবুতে এই হামলায় কমপক্ষে আরো ৬০ জন আহত হয়েছে।

মহররমে শিয়া তীর্থযাত্রীদের অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তাবুতে শিয়া তীর্থযাত্রীরা দুপুরের খাবার খাওয়ার সময় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি, ধারণা করা হচ্ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার পেছনে।

সাম্প্রতিক সময়ে নিজেদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড হারানোয় বেপরোয়া হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বাগদাদে আইএসের হামলায় বহুসংখ্যক মানুষ হতাহত হয়েছে।