বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় জগতে প্রশংসার পাশাপাশি সেক্স দৃশ্য করতে গিয়ে নিজেকে বিতর্কে জড়িয়েছেন বহুবার।
কিন্তু এবার প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসায় পঞ্চমুখ মিশেল ওবামা।
জানা যায়, সম্প্রতি প্রিয়াঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তিনি ‘কোয়ান্টিকো’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত আছেন। শ্যুটিংয়ের ফাঁকে সময় করে নিউ হ্যাম্পশায়ারে মিশেলের একটি বক্তৃতা শুনতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। বারাক ওবামার স্ত্রীর বাগ্মীতায় মুগ্ধ প্রিয়াঙ্কা টুইটারে জানিয়েছেন, মিশেল আপনি অসাধারণ। আপনার কথা বলার দক্ষতা অসাধারণ। খুবই অনুপ্রাণিত হলাম আমি।’
মিশেল ওবামার প্রশংসার পাশাপাশি মিশেলের বক্তৃতার একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।