চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৯ মাসের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবক আদালতে আত্মসমর্পণ করেছেন।
রোববার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুস্মিতা আহমদের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
এরপর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক (প্রসিকিউশন) বিজন বড়ুয়া।
আসামি মুহাম্মদ মোজাম্মেল (২৬) ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন পূর্ব ফরহাদাবাদ গ্রামের মৃত এয়ার মোহাম্মদের ছেলে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে ৯ মাস বয়সী ওই শিশুকে বাসায় রেখে তার মা কাপড় পরিষ্কার করতে পুকুরে যান। সেই সুযোগে মোজাম্মেল শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে মা প্রথমে তাকে উপজেলার নাজিরহাট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই বর্তমানে শিশুটি চিকিৎসাধীন। ঘটনার পরদিন বুধবার রাতে শিশুটির মামা বাদী হয়ে মোজাম্মেলকে একমাত্র আসামি করে ফটিকছড়ি থানায় মামলা করেন।