ভারত-পাকিস্তানের কাশ্মির নিয়ে দ্বন্দ্বের রেশ এখন বলিউডে ছড়িয়ে গেছে। এ বিষয়ে অনেকেই মন্তব্য করছেন। আবার অনেকে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজের বিরুদ্ধেও কথা বলছেন। সর্বশেষ এ নিয়ে মুখ খুললেন অজয় দেবগন।
তিনি জানান, কোনো পাকিস্তানি শিল্পীর সাথে অভিনয় করবেন না। স্ত্রী কাজলও স্বামীর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
অজয় বলেন, ‘যুদ্ধ কখনোই ভালো কিছু না। আর পাকিস্তানের সাথে কথা বলে এর কোনো সমাধান হবে না। তারপরও তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে এই আশায় আছি। অনেক তো অভিনয় করলাম। সবসময় দেশকে আগে রেখেছি। তাই আর পাকিস্তানি কোনো শিল্পীর সাথে অভিনয় নয়!’