মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জাতিসংঘ মহাসচিব হতে চলেছেন পর্তুগালের গুতেররেস

প্রকাশিতঃ ৬ অক্টোবর ২০১৬ | ১০:২৯ পূর্বাহ্ন

un-guterresজাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে চলেছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেররেস বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিনকে উদ্ধৃত করে বুধবার বিবিসি জানায়, পরবর্তী মহাসচিবের দৌড়ে ৬৬ বছর বয়সী গুতেররেস ‘স্পষ্ট এগিয়ে আছেন’।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, তার মনোয়ন চূড়ান্ত করতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক ভোট হবে। এরপর তা ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে তোলা হবে।

২০০৫ সাল থেকে সাড়ে ১০ বছর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা গুতেররেসের নিয়োগ চূড়ান্ত হলে চলতি বছরের শেষে জাতিসংঘ মহাসচিব হিসেবে বান কি-মুনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

দুই দফা দায়িত্ব পালন শেষে বর্তমান মহাসচিব বান কি-মুন এ বছরের শেষ দিকে বিদায় নেবেন।

মহাসচিব নির্বাচনে বিভিন্ন দেশের সমর্থিত প্রার্থীদের তালিকা নিয়ে নিরাপত্তা পরিষদে ভোটের মাধ্যমে পছন্দক্রম বাছাই হয়ে থাকে।

পাঁচটি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মধ্যে সাধারণত স্থায়ী সব সদস্য রাষ্ট্রের ঐকমত্যের ভিত্তিতে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকেই সাধারণ পরিষদে সুপারিশ করা হয়। সাধারণ পরিষদ চূড়ান্তভাবে মহাসচিব নিয়োগ দিলেও তা শুধুই আনুষ্ঠানিকতা; কে মহাসচিব হবেন তা নির্বাচনে এ পরিষদের কিছুই করার থাকে না।

মহাসচিব হতে ইচ্ছুক প্রার্থীদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা যাচাইয়ের জন্য নিরাপত্তা পরিষদে সদস্য রাষ্ট্রগুলোর পছন্দ ক্রমের গোপন ভোটের ফল ফাঁস হয়ে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী গুতেররেসের এগিয়ে থাকার খবর আগেই প্রকাশ হয়েছিল ইন্টারনেটে।