মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে কয়েকশ’ জঙ্গি

প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০১৬ | ৮:৩৮ পূর্বাহ্ন

is jongiভারতে ঢুকে নাশকতা চালানোর জন্য পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন লঞ্চ প্যাডে জড়ো হয়েছে একশোরও বেশি জঙ্গি। ভারতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যে জানা গেছে, সীমান্তের ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে সেই সুযোগে জঙ্গিদের কাঁটা তার পার করতে সাহায্য করছে পাক সেনারা। ভারতে ঢুকে কাশ্মীরসহ দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালানোই তাদের উদ্দেশ্য।

সীমান্ত রক্ষী বাহিনী সূত্রে খবর, সীমান্তের ওপারে বেশকিছু দিন ধরেই বিভিন্ন সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করছেন তারা। তবে সেক্ষেত্রে যে ভারতীয় জোয়ানরাও পাকিস্তানকে কড়া জবাব দিতে প্রস্তুত তাও জানিয়েছেন বিএসএফ ডিজি কেকে শর্মা।

সূত্রের খবর, দেশের পশ্চিম প্রান্তকেই শুধুমাত্র সুরক্ষিত করতে তৎপর নয় কেন্দ্র, তার সঙ্গে সঙ্গে পূর্বপ্রান্তে বাংলাদেশ সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করছে সীমান্ত রক্ষী বাহিনী। কারণ পশ্চিম প্রান্ত দিয়ে অনুপ্রবেশের সুযোগ না পেলে পূর্বপ্রান্ত দিয়ে অনুপ্রবেশ করে নাশকতা ঘটাতে পারে জঙ্গিরা।

শুধুমাত্র জওয়ানরাই সতর্ক নয়, সীমান্তের গ্রামগুলির কৃষক ও অধিবাসীদেরও বলা হয়েছে সতর্ক থাকতে। গ্রামের আশেপাশে কোনও প্রকারের সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই সেনাকে জানাতে বলা হয়েছে।

সূত্র: কলকাতা ২৪x৭