প্রাক নির্বাচনী প্রচারে আবারও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি স্বামী বিল ক্লিনটনের প্রতি হিলারির বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প।
পেনসিলভেনিয়ায় একটি জনসভায় ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না হিলারি বিলের প্রতি বিশ্বস্ত। আপনারা সত্যিটা জানতে চান? কেনই বা হবে, তাই না?’
এ নিয়ে এখনও কোনো পাল্টা মন্তব্য করেননি হিলারি।
কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, হিলারিকে আক্রমণ করার জন্য তিনি প্রস্তুত, তার কাছে তথ্য প্রমাণও রয়েছে। তবে ওই দিন বিল ও হিলারির সম্পর্ক নিয়ে যে মন্তব্য করেছেন তার কোনো প্রমাণ অবশ্য দেননি বিতর্কিত ওই মার্কিন নেতা।
গত সপ্তাহেই প্রথমবার বিতর্কসভায় মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প এবং হিলারি।