সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শাহজালালে ১০টি সোনার বারসহ আটক ১

প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০১৯ | ৭:২২ অপরাহ্ন

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি সোনার বারসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়ন।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালের দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের পার্কিং এলাকা থেকে আটক করা হয়।

তার নাম এরফানুল ইসলাম (৪২)। এরফান সিলেট থেকে বিজি ০২৩৬ ফ্লাইটে ঢাকায় আসেন। সাতকানিয়া থানার বারদুনা গ্রামের মৃত নবী হোসেনের পুত্র এরফান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন। জানান, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার হয়ে ট্যাক্সিক্যাব যোগে পালিয়ে যাওয়ার সময় আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথে সোনার বার থাকার কথা স্বীকার করেন।

একুশে/এসসি