চবি প্রতিনিধি : প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হচ্ছে পাঁচদিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা-২০১৯। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ‘বঙ্গবন্ধু চেয়ার’ ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশক পরিষদের সমন্বয়ে আগামী ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই বই মেলা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপাচার্যের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, “ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিবুদ্ধির চর্চা সমুন্নত রাখতে ও শিক্ষার্থীদের বইপড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ জোগাতে সর্বোপরি দেশের প্রকাশনা শিল্পের বিকাশে এই মেলা ভূমিকা রাখবে।
বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিনই মেলা প্রাঙ্গণে লেখক-পাঠক আড্ডা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয় ও বাইরের লেখক পাঠকরা অংশগ্রহণ করবেন। বইমেলায় স্টল বরাদ্দের জন্য আবেদন ফরম পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ৬২৭ নং কক্ষে এবং বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সংলগ্ন ঝুঁপড়ির নন্দন বইঘরে। নির্দিষ্ট নিয়ম মেনে শুক্রবার বিকেল চারটার মধ্যে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আবেদন ফরম জমা দিতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহামদের সভাপতিত্বে রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ড. ভূঁইয়া ইকবাল। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মুহীবুল আজিজ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর আলী আজগর চৌধুরী ও সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে আমরা এধরনের উদ্যেগ গ্রহণ করেছি। আমরা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে জানতে এবং শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পেতে এ ধরনের আয়োজন করেছি।
মেলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি স্টল থাকবে, সেখানে প্রত্যেক বিভাগের জার্নাল ও বই পাওয়া যাবে এবং ওই সমস্ত বই জার্নালের উপর (২৫- ৩০)% ছাড় দেওয়া হবে বলে জানান উপাচার্য।
একুশে/আইএস/এটি