সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০১৯ | ৫:০৬ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, ‘আদালতের উপর সরকারের কোন হস্তক্ষেপ নেই, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। এর কারণেই দেশে দুর্নীতিবাজদের বিচার হচ্ছে।’

‘বিএনপি নেতা রুহুল কবির রিজভীর দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তি বিলম্বের বিষয়ে’ এক অভিযোগের প্রেক্ষিতে আইনমন্ত্রী জেলার কসবায় এক অনুষ্ঠানে একথা বলেন।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

আনিসুল হক বলেন, ‘বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত তাকে সাজা দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাকে ৫ থেকে ১০ বছরের সাজা দিয়েছেন। এখানে সরকারের কোন হস্তক্ষেপ আমি খুঁজে পাইনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনের পর থেকেই দেশে বিচার ব্যবস্থা স্বাধীন। যা বিএনপির আমলে ছিলনা।’

জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা-খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. আবু নাসের, উপজেলা চেয়ারম্যান মো. আনিসুল হক ভুইয়া, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রাশেদুল কায়সার ভুঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ নেতা এম জি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকতা মো. মাজেদুর রহমান।

অনুষ্ঠানে এক হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা ও কৃষিজ উপকরণ বিতরণ করা হয়।